বিএনপি নেতা শাহজাহান ওমরের সুস্থতা চেয়ে দোয়া

বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমরের সুস্থতা চেয়ে ঝালকাঠির ফায়ার সার্ভিস সড়কে আজ রোববার দলীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ছবি : এনটিভি
বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমরের সুস্থতা চেয়ে মিলাদ ও দোয়া মাহফিল করেছে দলটির ঝালকাঠি জেলা শাখার নেতাকর্মীরা।
আজ রোববার বেলা ১১টায় শহরের ফায়ার সার্ভিস সড়কের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় এ মিলাদ ও দোয়া মাহফিল।
এ উপলক্ষে জেলা বিএনপির সভাপতি মোস্তফা কামাল মন্টুর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহসভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবির বাবুল, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান বাপ্পি, রুস্তম আলী চাষী ও রবিউল হোসেন তুহিন। আলোচনা শেষে শাহজাহান ওমরের সুস্থতা কামনায় দোয়া করা হয়।
রোহিঙ্গাদের ওপর নির্যাতনের প্রতিবাদে গত রোববার ঢাকায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নিতে গিয়ে অসুস্থ হন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর।