চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় দুজনের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে উভয়কে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
আজ রোববার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ স্পেশাল ট্রাইব্যুনাল ২-এর বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ জিয়াউর রহমান এই রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন জেলার শিবগঞ্জ উপজেলার বাগদুর্গাপুর গ্রামের সোয়েবুর রহমান ও মজিবুর রহমান। রায় ঘোষণার সময় তাঁরা আদালতে উপস্থিত ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (পিপি) আঞ্জুমান আরা বেগম জানান, ২০১৬ সালের ২ মার্চ রাতে শিবগঞ্জ উপজেলার কানসাট গোপালনগর মোড় থেকে র্যাবের একটি দল সোয়েবুর ও মজিবুরকে ২০০ গ্রাম হেরোইনসহ আটক করে। ওই দিনই র্যাব-৫ রাজশাহীর নায়েক সুবেদার মোফাজ্জল হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) গাজী মোয়াজ্জেম হোসেন ২০১৬ সালের ৩০ মে আদালতে অভিযোগপত্র দেন। আটজনের সাক্ষ্য গ্রহণ শেষে রোববার আদালত এই মামলার রায় ঘোষণা করেন।