রোহিঙ্গা ইস্যুতে বিএনপির মানববন্ধনে পুলিশি বাধা

মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের ওপর নির্যাতন ও তাদের হত্যার প্রতিবাদে ঝালকাঠি জেলা বিএনপির মানববন্ধনে বাধা দিয়েছে পুলিশ। তবে একই বিষয় নিয়ে সকাল ১০টার দিকে জেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে ‘প্রতিবাদী নাগরিক মঞ্চ’ নামের একটি সংগঠন।
জেলা বিএনপির ভাষ্য, রোহিঙ্গা ইস্যুতে পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে রোববার সকালে শহরের ফায়ার সার্ভিস সড়কে দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধন করার প্রস্তুতি নেন দলটির নেতাকর্মীরা। কিন্তু পুলিশ তাতে বাধা দেয়। সেই বাধার মুখে কার্যালয়ের ভেতরেই প্রতিবাদ সমাবেশ করেন তাঁরা। এতে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি মোস্তফা কামাল মন্টুসহ অনেকে।
এ বিষয়ে জানতে চাইলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নূপুর বলেন, পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী তাঁরা মানববন্ধনের আয়োজন করেন। কিন্তু তাঁরা কার্যালয় থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ তাতে বাধা দেয়। কার্যালয়ের ভেতর থেকে নেতাকর্মীদের বাইরে বের হতে নিষেধ করে পুলিশ। কার্যালয়ের বাইরে বের হলে তাঁদের গ্রেপ্তার করা হবে বলেও পুলিশ হুমকি দেয়। পরে বাধ্য হয়ে কার্যালয়ের ভেতরেই তাঁরা প্রতিবাদ সমাবেশ করেন।
তবে সদর থানার উপপরিদর্শক (এসআই) মজিবুর রহমান বলেন, শহরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে এমন আশঙ্কা থেকেই বিএনপির নেতাকর্মীদের কার্যালয় থেকে বের হতে দেওয়া হয়নি।
এদিকে রোহিঙ্গা নির্যাতনের বন্ধের দাবিতে প্রতিবাদী নাগরিক মঞ্চের মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এতে বক্তব্য দেন সচেতন নাগরিক কমিটির (সনাক) সহসভাপতি হেমায়েত উদ্দিন হিমু, প্রতিবাদী নাগরিক মঞ্চের আহ্বায়ক প্রশান্ত দাস হরি, যুগ্ম আহ্বায়ক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আক্কাস সিকদার, তেল-গ্যাস,খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির জেলা শাখার আহ্বায়ক হুমায়ুন কবির, মানবাধিকারকর্মী জাহাঙ্গীর হোসেন, এস এ জুয়েল প্রমুখ।