ভালুকায় বাড়িতে বোমা বিস্ফোরণ, একজন নিহত

ময়মনসিংহের ভালুকা উপজেলায় একটি বাড়িতে বোমা বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। আজ রোববার বিকেলে কাশর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ বাড়িটি ঘেরাও করে রেখেছে। এ ঘটনায় বাড়ির মালিক আজিম উদ্দিনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, বিস্ফোরণে পর নিহতের স্ত্রী দুই সন্তান নিয়ে পালিয়ে গেছেন।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ জানান, পাঁচদিন আগে পরিবারসহ কুষ্টিয়া থেকে এসে ভাড়া বাসায় ওঠেন নিহত ব্যক্তি। পুলিশের ধারণা, নিহত ওই ব্যক্তি জঙ্গি সংগঠনের লোক ছিলেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপার নুর ই আলম উপস্থিত আছেন।
পুলিশের ধারণা, ঘরে আরো বোমা আছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঘটনাস্থলে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), বিশেষ বাহিনী সোয়াত ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা উপস্থিত হয়েছেন।
পুলিশ জানায়, বাড়ির মালিক আজিম উদ্দিনের নিহত ব্যক্তির নাম ঠিকানা বলতে পারেননি। তবে তাঁর বাড়ি কুষ্টিয়া জেলায় বলে জানান। তাঁরা এখানে থেকে কারখানায় চাকরি করার কথা বলে বাসা ভাড়া নিয়েছিলেন। সঠিক তথ্য না রেখে বাসা ভাড়া দেওয়ার অপরাধে পুলিশ বাড়ির মালিককে আটক করেছে।