আকিজ ফুটওয়্যার কারখানায় আগুন

ঢাকার আশুলিয়ার নরসিংহপুরে জুতা ও চামড়াশিল্পপণ্য তৈরির কারখানা আকিজ ফুটওয়্যারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রোববার বিকেল সোয়া ৫টার দিকে আগুন লেগে পুরো কারখানা ভবন ভস্মীভূত হয়।
ঈদের ছুটিতে কারখানা বন্ধ থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে পানি সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খান ফায়ার সার্ভিসের কর্মীরা।
প্রত্যক্ষদর্শী ভজন ঘোষ জানান, আকিজ ফুটওয়্যারের প্রাচীরের বাইরে থেকে ধোঁয়ার কুণ্ডলি দেখে তিনিই ডিইপিজেড ফায়ার স্টেশনে খবর দেন। প্রথমে ডিইপিজেড ফায়ার স্টেশনের দুটি ইউনিট এবং পরে আরো একটি ইউনিট যোগ দেয়। অবস্থার ভয়াবহতায় টঙ্গী, সাভার ও ধামরাই থেকে আরো সাতটি ইউনিট যোগ দেয়।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আবদুল হামিদ এনটিভি অনলাইনকে জানান, আগুনের সূত্রপাত ঠিক কীভাবে হয়েছে তা নিশ্চিত নই। তবে প্রত্যক্ষদর্শীরা বলছেন, কারখানার উত্তর অংশ থেকেই প্রথমে আগুনের কুণ্ডলি দেখা গেছে।
আবদুল হামিদ আরো জানান, চামড়া, চামড়াজাত পণ্য ছাড়াও কারখানায় প্রচুর দাহ্য পদার্থ থাকায় দ্রুত আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে আগুন গোটা কারখানা গ্রাস করে নেয়। স্টিলের কাঠামোর দোতলা কারখানাটি পুরোপুরি ভস্মীভূত হওয়ায় যেকোনো মুহূর্তে কারখানার কাঠামোটি ধসে পড়ার আশঙ্কা রয়েছে। এ কারণে আশপাশের লোকদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
শিল্প পুলিশের পরিচালক মোস্তাফিজুর রহমান এনটিভি অনলাইনকে জানান, ঈদের ছুটির কারণে অগ্নিনির্বাপণ ব্যবস্থা না নেওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।