গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী ও সতিন পলাতক

গাজীপুরে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে ওই গৃহবধূর স্বামী ও সতিন পলাতক।
নিহত ইয়াসমিন আক্তার সাথী (২২) গাজীপুর জেলা শহরের মুন্সিপাড়া এলাকার লিটন মিয়ার মেয়ে। তিনি এক সন্তানের জননী।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গাজীপুর মহানগরের চান্দনা গ্রামের আবদুল মোতালেবের বাড়ির একটি ঘরে গার্মেন্টসকর্মী আল আমিন তাঁর দুই স্ত্রী সাবিনা আক্তার ও সাথীকে নিয়ে ভাড়া থাকেন। সাবিনা প্রথম স্ত্রী এবং সাথী দ্বিতীয় স্ত্রী।
পারিবারিক সমস্যা নিয়ে বৃহস্পতিবার দিবাগত রাতে তাঁদের মধ্যে বাকবিতণ্ডা হয়। শুক্রবার ভোর রাতে সেহরি খাওয়ার সময় কোনো সাড়া-শব্দ না পেয়ে প্রতিবেশীরা তাদের ডাকতে যায়। এ সময় তারা আল আমিনের ঘরের মেঝেতে সাথীর লাশ দেখতে পায়। তবে এ সময় ঘরে আল আমিন ও তাঁর প্রথম স্ত্রী সাবিনাকে খুঁজে পায়নি এলাকাবাসী।
জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) আজিজুল ইসলাম জানান, নিহতের গলায় কালো দাগ রয়েছে। লাশের পাশে একটি ওড়নার কেটে ফেলা অর্ধাংশ পড়ে ছিল। ওড়নার বাকি অংশ ঘরের আড়ার সঙ্গে ঝুলে রয়েছে।
‘তবে ধারণা করা হচ্ছে, রাতে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন সাথী। পরে ওড়না কেটে ঝুলন্ত লাশ মেঝেতে নামানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’
এসআই আরো জানান, সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। আল আমিন ও সাবিনাকে আটক করতে পুলিশ অভিযান শুরু করেছে। আল আমিনের বাড়ি শেরপুরের নালিতাবাড়ী ও সাবিনার বাড়ি ফরিদপুরে বলে জানা গেছে।