কালিয়াকৈরে পিকআপ উল্টে একজন নিহত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈরের লতিফপুর এলাকায় পিকআপভ্যান উল্টে মো. জাকির (৩৮) নামের একজন ব্যবসায়ী নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার ভোররাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাকিরের বাড়ি রংপুর জেলার পীরগাছায়। তিনি কাঁচামালের ব্যবসা করতেন।
দুর্ঘটনায় আহত হন দুজন। তাঁদের পরিচয় জানা যায়নি।
কোনাবাড়ী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ জানান, ভোররাতে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী বেগুনবোঝাই পিকআপভ্যানটি বিপরীত দিক থেকে আসা অপর একটি যানবাহনকে সাইড দিতে গিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই জাকির নিহত হন।