হালুয়াঘাটে আ. লীগ নেতাকে কুপিয়ে হত্যা

ময়মনসিংহের হালুয়াঘাটে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দৃর্বত্তরা। তার নাম রইস উদ্দিন (৫০)।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় মরদেহ উদ্ধার করে হালুয়াঘাট থানার পুলিশ। এ ঘটনায় মোখলেছুর রহমান নামে একজনকে আটক করেছে পুলিশ।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মিয়া জানান, লাশ থানা প্রাঙ্গণে রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। রইস স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য ছিলেন।
স্থানীয় লোকজনের বরাত দিয়ে ওসি জানান, দুপুরে রইস বাড়ি থেকে বেড়িয়ে ধানক্ষেতে যান। এরপর তিনি আর ফেরেননি। পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। সন্ধ্যায় রইসের দেহ ধানক্ষেতে দেখতে পেয়ে স্থানীয়রা পরিবারকে খবর দেয়। স্বজনরা রইসকে উদ্ধার করে হালুয়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এ ব্যাপারে হালুয়াঘাট আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কবিরুল ইসলাম বেগ বলেন, নিহত রইস উদ্দিন হালুয়াঘাট উপজেলার ধুরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন।