নিজ ঘরে ঝুলছিল এসআইয়ের মেধাবী ছেলের লাশ

ঝালকাঠি থানার উপপরিদর্শক (এসআই) গৌতম কুমার ঘোষের একমাত্র ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের পূর্ব চাঁদকাঠি এলাকার বাসার বেলকনিতে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
নিহতের নাম তুষার শুভ্র চয়ন (১৫)। সে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের দশম শ্রেণিতে পড়ত। চয়নের ক্রমিক নম্বর ছিল ৭। সে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় জিপিএ ৫ এবং সরকারি বৃত্তি পেয়েছিল।
স্থানীয়রা জানান, চয়ন প্রাইভেট পড়ে আজ বেলা ১১টার দিকে বাসায় ফিরে আসে। এরপর তার মা বাথরুমে যান। পঞ্চম শ্রেণিতে পড়ুয়া একমাত্র বোন অনন্যা অন্য রুমে ছিল। সাড়ে ১১টার দিকে ঘরের বেলকনির গ্রিলের সঙ্গে গলায় গামছা পেঁচানো অবস্থায় চয়নকে দেখে চিৎকার দেয় অনন্যা। এরপর তার মা ও আশপাশের লোকজন ছুটে আসে। তারা ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চয়নকে মৃত ঘোষণা করেন। গলায় ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে তার পরিবার।
তবে চয়নের আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি বলে জানিয়েছেন ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম।
এদিকে চয়নের মৃত্যুর খবর শুনে সদর হাসপাতালে ছুটে যান তার শিক্ষক ও সহপাঠীরা। তাঁরা চয়নের মৃতদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন।
চয়ন প্রসঙ্গে হাসপাতালে তার স্কুলশিক্ষক সুলতান হোসেন বলেন, ছেলেটা খুব ভালো এবং মেধাবী ছিল। নিয়মিত ক্লাস করত। কী কারণে মারা গেল তিনি বুঝতে পারছেন না।