বিএনপিকে ৩০০ আসনের গ্যারান্টি দিলেই ইসি নিরপেক্ষ হবে

তিনশ সংসদীয় আসনের নিশ্চয়তা না পেলে বিএনপির কাছে নির্বাচন কমিশন (ইসি) কখনোই গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ মঙ্গলবার রাজধানীর সেতু ভবনে তেঁতুলিয়া, পায়রা, কারখানা ও মেঘনা—এ চারটি নদীর ওপর সেতু নির্মাণ নিয়ে পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওবায়দুল কাদের। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি সংলাপে অংশ নেওয়ার আগেই নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে। আসলে আমার কাছে মনে হচ্ছে, নির্বাচন কমিশন তখনই নিরপেক্ষ হবে, যখন বিএনপি ৩০০ সিটের গ্যারান্টি দেবে। তার আগে বিএনপিকে খুশি করা যাবে না।’
নির্বাচন কমিশন নিয়ে বিএনপির আপত্তি প্রসঙ্গে তিনি আরো বলেন, ৩০০ সিটের কম পেলেও তারা খুশি হবে না। কুমিল্লার নির্বাচনে জিতেও তারা কারচুপির অভিযোগ করেছে। সংবিধানবহির্ভূত কোনো কাজ করলে সরকারই নির্বাচন কমিশনের কাজে প্রতিবাদ করবে। কিন্তু এমন কিছু হওয়ার আগে বিএনপির সমালোচনা বোধগম্য নয়। সংবিধানের বাইরে গিয়ে কারো কোনো দাবি পূরণ করা হবে না বলেও উল্লেখ করেন তিনি।
এ সময় বিএনপির সহায়ক সরকারের দাবির বিষয়ে তিনি বলেন, বাংলাদেশে সহায়ক সরকারের প্রয়োজন নেই। আওয়ামী লীগ বাধ্য নয় সহায়ক সরকার দিতে।
অনুষ্ঠানে জানানো হয়, এই চারটি সেতু নির্মাণে খরচ হবে প্রায় ৪০ কোটি টাকা। বাস্তবায়ন করবে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।