৫৭ ধারায় সাংবাদিকদের জড়িয়ে পড়া বিব্রতকর : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারাটি শেখ হাসিনা প্রদত্ত নয়, সাইবার অপরাধ দমনের আইন। এর সঙ্গে তথ্য মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই। এ আইনের মধ্যে অনেক সাংবাদিক জড়িয়ে গেছেন, যেটা বিব্রতকর। তবে সাংবাদিকরা হয়রানির শিকার হচ্ছেন কি না, তথ্য মন্ত্রণালয় খোঁজ-খবর নিয়ে প্রতিকারের ব্যবস্থা নিচ্ছে। বর্তমানে আইনটি পর্যালোচনা পর্যায়ে রয়েছে।’
আজ শুক্রবার সকাল ১০টায় কুষ্টিয়া সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশের সভাপতি এসব কথা বলেন।
এ সময় সাংবাদিকদের উদ্দেশে তথ্যমন্ত্রী বলেন, ‘এ আইন সম্পর্কে কোনো সংশোধনী যদি থাকে, তবে তা তথ্য মন্ত্রণালয়, আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বলতে পারেন।’
‘মনে রাখতে হবে, সাংবাদিকতা ও গণমাধ্যমের পবিত্রতা রক্ষার জন্যই সাইবার অপরাধ মোকাবিলা করা দরকার’, যোগ করেন হাসানুল হক ইনু।
এ সময় কুষ্টিয়ার জেলা প্রশাসক জহির রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম শাহিদসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।