ময়মনসিংহে বজ্রাঘাতে শিশুসহ তিনজনের মৃত্যু

বজ্রাঘাতে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় এক শিশু ও হালুয়াঘাট উপজেলায় দুই কৃষকের মৃত্যু হয়েছে।
হালুয়াঘাট ও ধোবাউড়া থানার পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে হালুয়াঘাট উপজেলায় পৃথক বজ্রাঘাতে রফিকুল ইসলাম (৩৫) ও সিরাজুল ইসলাম (৪৫) মারা যান। সিরাজুল ইসলাম নাগলা ইউনিয়নের ঠেংগাবর গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে এবং রফিকুল ইসলাম ধারা ইউনিয়নের চাঁদশ্রী গ্রামের মৃত আহের উদ্দিনের ছেলে। বজ্রপাতে নেওয়াজ আলী নামের একজন গুরুতর আহত হন। তাঁকে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে আজ বিকেল সাড়ে ৫টার দিকে ধোবাউড়া উপজেলার সদর ইউনিয়নে দেবাল গ্রামের জয়নাল আবদীনের ছেলে মাদ্রাসার ছাত্র হাবিবুর রহমান (১২) নিজ বাড়ি থেকে নালিতাবাড়ী উপজেলার নিজপাড়া মাদ্রাসায় যাওয়ার পথে দেবাল গ্রামে বজ্রাঘাতে মারা যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দেলোয়ার হোসেন জেলা প্রশাসকের পক্ষ থেকে নিহতের বাবার হাতে অর্থসহায়তা তুলে দেন। এ সময় প্রকল্প বাস্তবায়ন অফিসের উপসহকারী প্রকৌশলী মজনু মিয়া, সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এরশাদুল হক উপস্থিত ছিলেন।