নারায়ণগঞ্জে অস্ত্র ও জিহাদি বইসহ আটক ৩

নারায়ণগঞ্জে অস্ত্র ও জিহাদি বইসহ তিনজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গতকাল শুক্রবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলী খেয়াঘাট থেকে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন ওয়ালিউল্লাহ ওরফে জনি, আল-আমীন ওরফে রাজীব ও কামরুল।
নারায়ণগঞ্জ র্যাব ১১-এর অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আলেপ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বক্তাবলী খেয়াঘাট এলাকায় অভিযান চালায় র্যাব। ধলেশ্বরী নদীর পশ্চিম তীরে বৈঠক শেষে ওই তিনজন ট্রলারে করে ফিরছিলেন। ট্রলার থেকে নামার পর তাঁদের চ্যালেঞ্জ করে তল্লাশি করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার, একটি পিস্তল, গানপাউডার ও জিহাদি বই উদ্ধার করা হয়।