গাজীপুরে ১০ জুয়াড়ির কারাদণ্ড

গাজীপুরে জুয়া খেলার দায়ে ১০ ব্যক্তিকে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা পারভিন এ সাজা দেন।
দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন গাজীপুর জেলা শহরের পশ্চিম জয়দেবপুর এলাকার রফিকুল ইসলাম (২৮), মারিয়ালী পূর্বপাড়া এলাকার মেহেদী হাসান মিলন (২৮), পশ্চিম বিলাশপুর এলাকার মো. সেলিম (২৫), মো. ফারুক (৩২), মো. গাজী মাসুদ (৩৫), লক্ষ্মীপুরা এলাকার ইদন (৪৪), বিলাশপুর এলাকার মো. খোকন (২৫), পশ্চিম বিলাশপুর মো. আঙ্গুর (৩০) ও সাহাপাড়া এলাকার মো. আলাল উদ্দিন (২৪) এবং কাপাসিয়ার নরদা গ্রামের আবু সাইদ (৩০)।
গাজীপুর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. ফরিদ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শনিবার রাতে গাজীপুর মহানগরীর পশ্চিম বিলাশপুর এলাকার মাসুদের বাড়িতে অভিযান চালিয়ে দক্ষিণে একটি টিনের ঘর থেকে টাকা দিয়ে জুয়া খেলা অবস্থায় ১০ জনকে আটক করে। পরে আটক ব্যক্তিদের আজ দুপুরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এ সময় আদালতের গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা পারভিন ১৮৬৭ সালের জুয়া আইনের ৪ ধারা মোতাবেক আটক ব্যক্তিদের প্রত্যেককে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন। অর্থ অনাদায়ে আরো এক দিনের করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।