ময়মনসিংহে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ময়মনসিংহ সদর উপজেলায় আজ সোমবার সকালে অভিযান চালিয়ে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইউনুসকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি : এনটিভি
ময়মনসিংহ সদর উপজেলায় হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার সকাল ১০টার দিকে কোতোয়ালি মডেল থানা পুলিশ উপজেলার চর জেলখানা গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তাকৃত আসামির নাম ইউনুস আলী। যাবজ্জীবন দণ্ডাদেশ পাওয়ার পর দীর্ঘ ছয় বছর তিনি পলাতক ছিলেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, ২০০৫ সালের ২১ জুন সদর উপজেলার চর জেলখানা গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে জহুরুল নামের একজনকে পিটিয়ে হত্যা করে ইউনুস আলী ও তাঁর লোকজন।
এ ঘটনায় মডেল থানায় একটি হত্যা মামলা হয়। সেই মামলায় ইউনুস আলীর যাবজ্জীবন সাজা হয়। এরপর থেকে তিনি পলাতক ছিলেন।
গত ২ ফেব্রুয়ারি ইউনুসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। গোপন সংবাদের ভিত্তিতে চর জেলখানা গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।