ক্লিনিকে রোগীর মৃত্যু, চিকিৎসকসহ গ্রেপ্তার ২

ভুল চিকিৎসা ও অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ এনে গাজীপুরের টঙ্গীর স্টেশন রোড এলাকায় বেসরকারি ‘সেবা ক্লিনিকে’ ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ স্বজনরা। আজ বুধবার সকালে ওই ক্লিনিকের এক চিকিৎসকসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এঁরা হলেন চিকিৎসক মো. শাহিন রেজা ও ক্লিনিকের ওয়ার্ড বয় মো. তরিকুল ইসলাম।
টঙ্গী মডেল থানার উপপরিদর্শক (এসআই) অচিন্ত্য দেবনাথ মামলার বরাত দিয়ে এনটিভি অনলাইনকে জানান, টঙ্গীর পূর্ব আরিচপুর এলাকার বাসিন্দা আবুল কাসেম মাতব্বর শ্বাসকষ্ট নিয়ে মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে টঙ্গী সরকারি হাসপাতালে যান। সেখানকার চিকিৎসকরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। কিন্তু রোগীর স্বজনরা অবস্থা বেগতিক দেখে সেবা ক্লিনিকে ভর্তি করেন। ভর্তির পর চিকিৎসক শাহিন রেজা রোগীকে সেবা দেন। রাত পৌনে ১০টার দিকে রোগী আবুল কাসেম মারা যান।
এর পর স্বজনরা দাবি করেন, চিকিৎসকের ভুল চিকিৎসা ও কর্তব্যে অবহেলার কারণে কাসেমের মৃত্যু হয়েছে। এ সময় বিক্ষুব্ধ স্বজনরা হাসপাতালে ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
পরে রাতেই ছেলে মো. জহিরুল ইসলাম কালু টঙ্গী থানায় মামলা দায়ের করেন।