ইসলামে জঙ্গিবাদের স্থান নেই : শিল্পমন্ত্রী

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ‘ইসলামে জঙ্গিবাদের কোনো স্থান নেই। পবিত্র কোরআনের কোথাও উল্লেখ নেই ধর্মের নামে জঙ্গিবাদ সৃষ্টির কথা। তাই যারা ধর্মকে ব্যবহার করে জঙ্গিবাদ সৃষ্টির ষড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।’
আজ বৃহস্পতিবার বিকেলে ঝালকাঠির নলছিটি উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী ইমাম বাতায়ন কর্মশালার সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন শিল্পমন্ত্রী।
আমির হোসেন আমু বলেন, ‘ইসলাম ধর্মের ভেতরে একটি মানুষের সামাজিক সবকিছু বিদ্যমান রয়েছে। একটা পরিবার কীভাবে পরিচালিত হবে তা লিপিবদ্ধ রয়েছে। একটি দেশ কীভাবে পরিচালিত হবে তা লিপিবদ্ধ আছে। স্বাস্থ্য সম্পর্কে লিপিবদ্ধ আছে। বিজ্ঞান সম্পর্কে লিপিবদ্ধ আছে। কোরান শরিফ এমন একটি জিনিস যা একটি জাতিকে একটি পরিবারকে একটি মানুষকে সঠিক পথ দেখাতে পারে এবং দেখায়। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক হলেও সত্য আমাদের দেশে কিছু মানুষ ধর্মের নামে আমাদের বিপথগামী করার চেষ্টা করে, বিপথগামী করে। যেটা ইসলামের জন্য অত্যন্ত ক্ষতিকর, ধর্মের জন্য অত্যন্ত ক্ষতিকর। এটা ধর্মকে অপবিত্র করার শামিল।’
নলছিটির উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান ইউনুস লস্কর ও আওয়ামী লীগ নেতা সিদ্দিক হোসেন।
দিনব্যাপী এ কর্মশালায় উপজেলার বিভিন্ন মসজিদের ২০০ ইমাম ও মুয়াজ্জিন উপস্থিত ছিলেন।