বনানীতে ‘ধর্ষণের শিকার’ তরুণীর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন

রাজধানীর অভিজাত এলাকা বনানীর এক ব্যবসায়ীর বাসায় ‘ধর্ষণের শিকার’ তরুণীর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওই তরুণীর ফরেনসিক পরীক্ষা করানো হয়। পাঁচ সদস্যের একটি মেডিকেল বোর্ড এ পরীক্ষা করে।
মেডিকেল বোর্ডের প্রধান সহকারী অধ্যাপক ডা. সোহেল মাহমুদ সাংবাদিকদের জানান, ফরেনসিক প্রতিবেদনের জন্য তরুণীর রেডিওলজি পরীক্ষা, ডিএনএর জন্য হাইভেজেনাল সপ নমুনা সংগ্রহ করা হয়েছে।
এ ছাড়া ধর্ষণের আগে তরুণীকে নেশাজাতীয় কিছু খাওয়ানো হয়েছিল কি না, তা জানার জন্য রক্ত ও মূত্রের নমুনাও সংগ্রহ করা হয়েছে। কেমিক্যাল অ্যানালাইসিসের জন্য আলামতগুলো পরীক্ষাগারে পাঠানোর পাশাপাশি ভিকটিমের শরীরের আলামতও পর্যালোচনা করা হয়েছে।
এসব পরীক্ষার প্রতিবেদন হাতে এলে সব পর্যালোচনা করে একটি চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হবে বলে জানান ডা. সোহেল মাহমুদ।
বোর্ডের অন্য সদস্যরা হলেন ডা. প্রদীপ বিশ্বাস, ডা. কবির সোহেল, ডা. মমতাজ আরা ও ডা. রেজওয়ানা শারমিন।
বনানীতে জন্মদিনের পার্টির কথা বলে দাওয়াত দিয়ে বাসায় নিয়ে রাতভর ধর্ষণের পর বের করে দেওয়ার অভিযোগ করেন ওই তরুণী। বনানীর ২ নম্বর রোডের ২১৪ নম্বরে এক ব্যবসায়ীর বাসায় তাঁর ছেলে গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটায় বলে ‘ধর্ষণের শিকার’ তরুণী মামলায় উল্লেখ করেছেন।
গতকাল বুধবার রাতে এ মামলা দায়ের করা হয়। বনানী থানার উপপরিদর্শক (এসআই) আলী আহমদ জানান, বনানীর ন্যাম ভিলেজে ব্যবসায়ী বোরহান উদ্দিন বেলালের ছেলে বাহার উদ্দিন ইভানকে (২৮) মামলায় একমাত্র আসামি করা হয়েছে। ওই তরুণী (২১) রাজধানীর বাসিন্দা। তিনি দ্বাদশ শ্রেণির পরীক্ষা দিয়েছেন।
এর আগে জন্মদিনের পার্টিতে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ এনে গত ৬ মে বনানী থানায় মামলা করেন এক ছাত্রী। এ ঘটনা সারা দেশে ব্যাপক আলোড়ন তোলে। পুলিশ ঘটনায় জড়িত সন্দেহে আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদ ও তাঁর বন্ধু নাঈম আশরাফকে গ্রেপ্তার করে। তাঁরা এখনো কারাগারে আছেন।
এ ঘটনার রেশ কাটতে না কাটতেই রাজধানীর অভিজাত এলাকায় আরো একটি ধর্ষণের অভিযোগ পেল পুলিশ। এ ঘটনায় পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করেনি।
মামলার এজাহারে ওই তরুণী উল্লেখ করেছেন, ১১ মাস আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাঁদের বন্ধুত্ব হয়। এর সূত্র ধরেই তাঁদের দেখা-সাক্ষাৎ হতো এবং ঘোরাঘুরি করতেন তাঁরা। চার মাস আগে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
ঘটনার দিন রাত ৯টায় ইভান ফোন করে ওই তরুণীকে জন্মদিনের কথা বলে তাঁর বাসায় যেতে বলে এবং তার পরই ধর্ষণের ঘটনা ঘটে।