গারো তরুণী ধর্ষণ মামলায় চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র

রাজধানীর বাড্ডায় গারো তরুণীকে ধর্ষণের ঘটনায় করা মামলার প্রধান আসামি রাফসান হোসেন রুবেলসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।
আজ বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার পরিদর্শক শাহিনুর রহমান খান এ অভিযোগপত্র দাখিল করেন।
ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার আনিসুর রহমান এনটিভি অনলাইনকে বিষয়টি জানিয়েছেন।
আইনজীবী জানান, অভিযোগপত্রভুক্ত অন্য আসামিরা হলেন সানাউদ্দিন মিনা, আল আমিন ও ইমরান। এর মধ্যে শেষের দুজন পলাতক। তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে।
মামলায় সাক্ষী করা হয়েছে ১৫ জনকে। এ ছাড়া আজ ঢাকার মহানগর হাকিম মাজহারুল ইসলামের আদালতে অভিযোগপত্রটি উপস্থাপন করা হবে বলে জানান আইনজীবী।
মামলার নথি থেকে জানা যায়, গত বছরের ২৬ অক্টোবর রাতে উত্তর বাড্ডা থেকে বাসায় ফিরছিলেন ওই তরুণী। পরে রুবেলসহ কয়েকজন মিলে তাঁকে জোর করে উত্তর বাড্ডার পুরাতন থানা রোডের ৬ নম্বর লেনের একটি বাসার সামনে থেকে তুলে নিয়ে যায় এবং ধর্ষণ করে।
পরে ৪ নভেম্বর বাড্ডা থানায় ওই তরুণী মামলাটি করেন। এতে রুবেল, সালাউদ্দিনসহ অজ্ঞাত আরো দুজনকে আসামি করা হয়। ওই তরুণী উত্তর বাড্ডার একটি বিউটি পার্লারে চাকরি করতেন।
এ ঘটনায় গত বছরের ১১ নভেম্বর রাতে বিমানবন্দর রেলস্টেশন এলাকা থেকে গারো তরুণীকে ধর্ষণের অভিযোগে প্রথমে রুবেলকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১। পরবর্তী সময়ে তিনি আদালত থেকে পালিয়ে গেলেও আবার তাঁকে গ্রেপ্তার করা হয়।