ময়মনসিংহে এনটিভির বর্ষপূর্তি উদযাপিত

ময়মনসিংহে নানা আয়োজনে উদযাপিত হলো এনটিভির ১৫ বছর পূর্তি। আয়োজনের মধ্যে ছিল আলোচনা সভা, র্যালি ও মিষ্টিমুখ। বেলা বাড়তেই এই আলোচনা সভা পরিণত হয় সাংবাদিক ও সাংবাদিক নেতাদের মিলনমেলায়।
ময়মনসিংহ সিটি প্রেসক্লাবের সভাকক্ষে আলোচনা সভা পরিচালনা করেন এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট আইয়ুব আলী। সভায় নানা চড়াই-উৎরাই পেরিয়ে পেশাদারিত্বমূলক সংবাদ পরিবেশনা অব্যাহত রাখায় বক্তারা এনটিভি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। পরে একটি র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাদেক খান, মহানগর বিএনপির সাংগাঠনিক সম্পাদক এ কে এম মাহবুবুল আলম, ময়মনসিংহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও আজকের খবরের সম্পাদক মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক ও নয়া দিগন্তের ময়মনসিংহ অফিস ইনচার্জ সাইফুল ইসলাম, আলোকিত ময়মনসিংহের সম্পাদক প্রদীপ ভৌমিক, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি বাংলাভিশনের প্রতিনিধি অমিত রায়, যমুনা টিভির ব্যুরো চিফ হোসাইন সাহিদ, ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নজিব আশরাফ, প্রথম আলোর প্রতিনিধি কামরান পাভেজ, আমাদের সময়-এর নজরুল ইসলাম, চ্যানেল টুয়েন্টিফোরের রকিবুল ইসলাম রুবেল, বাকৃবির জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক দীন মোহাম্মদ দিনু।
এছাড়া উপস্থিত ছিলেন ডিবিসি টিভির আশরাফ উদ্দিন সিজেল, দেশ টিভির ইলিয়াস আহমেদ, মোহনা টিভির মাহমুদুল হাসান মিলন, বিজয় টিভির মামুন তালুকদার, এশিয়ান টিভির আবু তোরাব রাসেল, ভোরের কাগজের রুহুল আমীন, আলোকিত বাংলাদেশের আদিলুজ্জামান আদিল, দৈনিক ট্রাইব্যুনালের মাসুদ রানা, সাপ্তাহিক আলাপসিংহের সম্পাদক নাজমুস সাকিব, মোমেনশাহীর সম্পাদক মফিজ উদ্দিন, উন্নয়ন সংবাদের নির্বাহী সম্পাদক মোশাররফ হোসেন খসরু, মাটি ও মানুষের বার্তা সম্পাদক বেলাল হোসেন প্রাণন্ত, স্বদেশ সংবাদের স্টাফ রিপোর্টার রনজন মজুমদার শিবু, স্বজনের স্টাফ রিপোর্টার মো কামাল, মাটি ও মানুষের ফটোসাংবাদিক মো. কামাল, যমুনা টিভির ক্যামেরাপারসন দেলোয়ার হোসেন, ডিবিসি টিভির রুবেল, সাংবাদিক জয়নাল আবেদীন, প্রদীপ বিশ্বাস, উজ্জল প্রমুখ।