উত্তরায় অপহৃত স্কুলছাত্র গাজীপুরে উদ্ধার

রাজধানীর উত্তরা থেকে অপহৃত স্কুলছাত্র আতিউর রহমান লিমনকে (১৪) গাজীপুরের বোর্ডবাজার থেকে উদ্ধার করেছে র্যাব। গত সোমবার স্কুলে যাওয়ার পথে মুক্তিপণের দাবিতে লিমনকে অপহরণ করা হয় বলে পুলিশের কাছে অভিযোগ করেছে তার পরিবার। লিমন উত্তরার ৪ নম্বর সেক্টরের ব্যবসায়ী আবুল হোসেন খানের ছেলে। তাদের গ্রামের বাড়ি গাজীপুর মহানগরের নয়াপাড়া এলাকায়।
র্যাব-১-এর মেজর মো. আসিফ কুদ্দুস জানান, উত্তরার ৪ নম্বর সেক্টর এলাকার ভাড়া বাসায় সপরিবারে থাকেন আবুল হোসেন খান। সোমবার সকালে স্কুলে যাওয়ার পথে অপহরণকারীরা লিমনকে অপহরণ করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না পেলে লিমনকে হত্যার হুমকিও দেয় তারা। ঘটনা উল্লেখ করে লিমনের বাবা র্যাব-১-এর অধিনায়কের কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগ পেয়ে মেজর মো. আসিফ কুদ্দুসের নেতৃত্বে র্যাবের একটি দল সোমবার গভীর রাতে গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে লিমনকে উদ্ধার করে। অভিযানের বিষয়টি টের পেয়ে অপহরণকারীরা লিমনকে ফেলে পালিয়ে যায়।