তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নীতিমালার খসড়ার অনুমোদন

‘জাতীয় তথ্য ও যোগযোগ প্রযুক্তি নীতিমালা, ২০১৫’-এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ সোমবার জাতীয় সংসদের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ-সংক্রান্ত অনুমোদন দেওয়া হয়। urgentPhoto
বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা এক ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ উত্থাপিত প্রস্তাবের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নীতিমালা, ২০১৫-এর খসড়ার প্রসঙ্গে সচিব বলেন, এই নীতিমালার লক্ষ্য হলো আইসিটি খাতের সম্প্রসারণ, উন্নয়ন, সামাজিক ন্যায়পরায়ণতা ও সমতা আনয়নসহ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে সব ক্ষেত্রে প্রবেশাধিকার নিশ্চিত করা। শিক্ষা ও গবেষণা, কর্মক্ষেত্র সৃষ্টি, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ুর ঝুঁকি মোকাবিলা, সর্বোপরি ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ থেকে আরো উন্নত রাষ্ট্রের দিকে নেওয়ার লক্ষ্যেই এই নীতিমালা করা হয়েছে।
খসড়ার অনুমোদনের পর এখন এটি প্রজ্ঞাপন আকারে জারির মাধ্যমে প্রয়োগ করা হবে।