বাড়ি ফিরছে দীঘিনালার আশ্রয়কেন্দ্রের মানুষ

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। ঘরবাড়ি থেকে পানি সরে যেতে শুরু করায় আশ্রয়কেন্দ্রে যাওয়ার পরিবারগুলোর অনেকেই বাড়ি ফিরছে।
আজ বুধবার বৃষ্টিপাত না হওয়ায় মাঈনী নদীর পানি কিছুটা কমেছে। উপজেলার মেরু ইউনিয়নে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে গতকাল মঙ্গলবার মেরুর নিম্নাঞ্চল প্লাবিত হয়। এতে ১০ গ্রামের ১৫০টি পরিবার চারটি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেয়।
ছোট মেরুং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেওয়া ১৩টি পরিবারের কয়েকজন তুলে ধরে নানা দুর্ভোগের কথা। তারা জানায়, আরো ২-৩ দিনে তারা ঘরে ফিরতে পারবে না।
দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শেখ শহিদুল ইসলাম জানান, আশ্রয়কেন্দ্রে অবস্থান নেওয়া পরিবারগুলোকে পাঁচ কেজি চাল, ডাল, তেল, লবণসহ ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে। এলাকায় জরিপ দল কাজ করছে। ক্ষতিগ্রস্তদের পরে সরকারি সব ধরনের সহায়তা দেওয়া হবে।