ঝালকাঠিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু, নতুন এলাকা প্লাবিত

ঝালকাঠিতে ঘরের পাশে জমে থাকা বন্যার পানিতে ডুবে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার রাজাপুর উপজেলার উত্তমপুর গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায় সকাল থেকেই জামাল সিকদারের ছেলে শিশু মুছাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে দুপুর ১২টার দিকে বাড়ির পাশেই তাঁর লাশ ভেসে ওঠে।
বড়াইয়া ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের উপসহকারী চিকিৎসা কর্মকর্তা প্রবীণ চন্দ্র মিত্র জানান, ডুবে যাওয়া শিশুটিকে উদ্ধারের পর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে স্বজনরা। তবে শিশুটির আগেই মৃত্যু হয়েছিল।
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীর পানি বৃদ্ধি পেয়ে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। স্লুইসগেট অতিক্রম করে পানি ঢুকে পড়েছে গ্রামাঞ্চলের পথে-ঘাটে। ফলে পানিবন্দি হয়ে পড়েছে ঝালকাঠি সদর, নলছিটি, রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলার ৫০টি গ্রামের বাসিন্দারা।
গত দুইদিনে সুগন্ধা ও বিষখালী নদীর পানি স্বাভাবিকের চেয়ে ২/৩ ফুট বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। এই পানিতে তলিয়ে গেছে নদী তীরবর্তী বাসিন্দাদের বসতঘর ও ফসলের ক্ষেত। এদিকে দুদিন ধরে ফসলের ক্ষেতে পানি জমে থাকায় ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। পানিতে নলছিটির ষাইট পাকিয়া ও কাঁঠালিয়ার আমুয়া বন্দরের ফেরিঘাটের গ্যাংওয়ে তলিয়ে বিভিন্ন রুটের যান চলাচল বন্ধ রয়েছে।