ময়মনসিংহে ৬ কবর থেকে কঙ্কাল চুরি!

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় দড়িনগুয়া গ্রামের এই কবরস্থান থেকে গতকাল রাতে ছয়টি কঙ্কাল চুরি করেছে দুর্বৃত্তরা। আজ সকালে লোকজনের ভিড়। ছবি : এনটিভি
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার একটি গ্রামের ছয়টি কবর থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাতের কোনো একসময় উপজেলার ধারা ইউনিয়নের দড়িনগুয়া গ্রামের মাঠখলা এলাকার একটি কবরস্থান থেকে দুর্বৃত্তরা এসব কঙ্কাল চুরি করেছে।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি জানান, শুক্রবার রাতের কোনো একসময় দুর্বৃত্তরা ছয়টি কবর খুঁড়ে কঙ্কাল চুরি করেছে। ছয় মাস থেকে এক বছর আগে সেখানে ছয়টি মরদেহ দাফন করা হয়েছিল। কঙ্কাল চুরি করে সেগুলো পাশের ধানক্ষেতে রেখে পরিষ্কার করা হয়েছে। সেখানে তেলের আলামত পাওয়া গেছে বলে ওসি জানান।