নওগাঁয় বজ্রাঘাতে নিহত ২, আহত ৪

নওগাঁর সাপাহার উপজেলায় বজ্রাঘাতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। একই উপজেলায় বজ্রাঘাতে চারজন আহত হয়েছে।
আজ শুক্রবার সন্ধ্যার পর ওই এলাকায় বজ্রপাত শুরু হয়। এরপরই ওই ঘটনা ঘটে।
সাপাহার উপজেলায় কুচিন্দা কুমারপাড়ায় বজ্রাঘাতে নিহত হন শহিদুল ইসলাম (৪৮) ও রসি চৌধুরী (৩০)।
একই উপজেলার উচাডাঙ্গা গ্রামে বজ্রাঘাতে আহত হন আবদুর রহিম (৩০) ও তাঁর স্ত্রী ছবি পারভীন (২৩)। ওই ঘটনায় আরো দুজন আহত হয়েছেন তবে তাঁদের নাম জানা যায়নি।
সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল আলম শাহ জানান, শুক্রবার সন্ধ্যার পর আমবাগান থেকে কাজ শেষে নিজ বাসায় যাওয়ার সময় বজ্রাঘাতে গুরুতর আহত হন শহিদুল ও রসি। তাঁদের স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। উভয়ের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। রাজশাহী নিয়ে যাওয়ার পথেই তাঁদের মৃত্যু হয়।
উচাডাঙ্গা গ্রামের আবদুর রহিম ও তাঁর স্ত্রী পারভীন বজ্রাঘাতে আহত হলে স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। বর্তমানে ওই দম্পতিসহ চারজন সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।