ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৭

ফরিদপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ইঞ্জিনচালিত যান মাহেন্দ্রর এক যাত্রী নিহত হয়েছে। ওই ঘটনায় আহত হয়েছে আরো সাত যাত্রী।
আজ শুক্রবার শহরের রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় ওই দুর্ঘটনা হয়।
নিহত যাত্রীর নাম চঞ্চল। নিহতের বাড়ি মানিকগঞ্জ জেলার দিঘি ইউনিয়নের দাউটিয়া গ্রামে। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক মনিরুজ্জামান বলেন, ‘ঢাকা থেকে ফরিদপুরগামী সোনারগাঁও ট্রান্সপোর্টের একটি কাভার্ডভ্যানের ধাক্কায় মাহেন্দ্রতে থাকা এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন সাত যাত্রী। এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে।