ময়মনসিংহে ট্রাক-মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ট্রাক ও মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের দুজন নিহত হয়েছেন। আজ বুধবার বেলা ৩টার দিকে উপজেলার রূপচন্দ্রপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন উপজেলার ধলিয়াকান্দা গ্রামের হুমায়ুন কবীরের স্ত্রী মমতা বেগম (৬০) ও তাঁর ছোট ভাই আলমগীর হোসেনের স্ত্রী রাশেদা খাতুন (৫০)।
স্থানীয়রা জানান, আজ বুধবার বিকেলে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা একটি মাহেন্দ্র গাড়ি ফুলপুরের দিকে যাচ্ছিল। মাহেন্দ্রটি খামার বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মালবোঝাই একটি ট্রাকের সঙ্গে মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মাহেন্দ্রর দুই নারী যাত্রী নিহত হয়। এ সময় আরো তিনজন আহত হয়। আহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।
এ বিষয়ে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ বিকেলে খামার বাজার এলাকায় ট্রাকের সঙ্গে মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষের দুর্ঘটনা ঘটে। এ সময় একই পরিবারের দুই নারী যাত্রী নিহত হয়। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। নিহতদের লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।