গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নিহত ২

গাজীপুরে ট্রেনের চাকায় কাটা পড়ে এক বৃদ্ধ ও এক কিশোরী নিহত হয়েছেন। আজ বুধবার সকালে জয়দেবপুর রেলওয়ে জংশনের কাছে এ ঘটনা ঘটে।
urgentPhoto
নিহতরা হলেন গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রহলাদপুর গ্রামের বৃদ্ধ আবদুল মোতালেব (৭০) ও ময়মনসিংহের নান্দাইল থানার দেলধঙ্গা গ্রামের হাওয়া বেগম (১২)।
জয়দেবপুর রেলওয়ে জংশন ফাঁড়ির সহকারী উপপরিদর্শক দাদন মিয়া জানান, সকাল সাড়ে ৭টার দিকে জয়দেবপুর জংশনের কাছে শাহাপাড়া এলাকায় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে আবদুল মোতালেব এবং ধাক্কা লেগে শিশু হাওয়া বেগমের মৃত্যু হয়। খবর পেয়ে লাশ দুটি উদ্ধার করে পুলিশ। নিহতদের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
ট্রেনের কাটা পড়ে আবদুল মোতালেবের দেহ দ্বিখণ্ডিত হয়ে যায় বলে জানান দাদন মিয়া। তিনি আরো জানান, এ ছাড়া ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে মাথায় আঘাত পেলে রেললাইনের কাছেই পড়ে যায় কিশোরী হাওয়া বেগম। এতে হাওয়া বেগমের একটি পা ভেঙে ও একটি হাত ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।