গোপালগঞ্জে অগ্নিকাণ্ড, পুড়েছে ১৮ দোকান

গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া বাজারে আজ বুধবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ছবি : এনটিভি
গোপালগঞ্জ সদর উপজেলায় অগ্নিকাণ্ডে ১৮টি দোকান পুড়ে গেছে। আজ বুধবার বেলা ২টার দিকে ঘোনাপাড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
স্থানীয় ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আজ বিকেলে বাজারের মুদি দোকানি শের আলী শেখের চায়ের দোকানে বৈদ্যুতিক শটসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে অন্য দোকানে আগুন ছড়িয়ে পড়ে। এতে মুদি, স্টেশনারিসহ ১৮টি দোকান ও মালামাল পুড়ে যায়।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের পরিদর্শক নিয়ামুল হুদা জানান, বৈদ্যুতিক শটসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে। খবর পেয়ে গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়া থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও স্থানীয় লোকজনের ঘণ্টাব্যাপী সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে।