ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে ডাকাত’ নিহত

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে এক ডাকাত’ নিহত হয়েছেন বলে দাবি করেছেন গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় পাঁচজনকে আটক করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার কাঁঠাল-কালীবাড়ি সড়কে এ ঘটনা ঘটে। এ সময় কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
নিহত ব্যক্তির নাম আশরাফুল আলম রোল (২৬)। তাঁর নামে গফরগাঁও, ত্রিশাল ও নান্দাইল থানায় ডাকাতি হত্যা ও অস্ত্রসহ ১৪টি মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন বলে দাবি করেছে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন মানিক মিয়া (২৮), হুমায়ুন কবীর (২৬), মফিজুল ইসলাম অপু (৩২), মিঠুন দাস (২৩) ও আল-মামুন (২৩)।
ময়মনসিংহ জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী আজ বুধবার গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, আশরাফুল দলবল নিয়ে কাঁঠাল-কালীবাড়ি সড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। পুলিশ সেখানে গিয়ে অভিযান চালিয়ে আশরাফুলকে গ্রেপ্তার করে।
আশরাফুলকে নিয়ে চলে আসার সময় তাঁর সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এ সময় পুলিশ ডাকাতদলের ওপর সাতটি শটগানের গুলি ছুড়ে। এতে আহত হন আশরাফুল। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন বলে দাবি করেন ওসি।