বাকৃবিতে গ্রিন পিসের পরিচ্ছন্নতা অভিযান

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গতকাল মঙ্গলবার পরিচালিত হয়েছে পরিচ্ছন্নতা অভিযান। ছবি : এনটিভি
‘সেভ দ্য নেচার, প্রটেক্ট দ্য ফিউচার’ প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে।
গতকাল মঙ্গলবার ‘গ্রিন পিস ক্যাম্পেইন’ নামে একটি পরিবেশবাদী সংগঠন প্রথমবারের মতো এ অভিযান চালায়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আলী আকবর কর্মসূচির উদ্বোধন করেন। এর আগে পরিষ্কার-পরিচ্ছন্নতায় সচেতনতাবিষয়ক একটি শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
শোভাযাত্রা ও পরিচ্ছন্নতা কাজে অংশ নেন ‘গ্রিন পিস ক্যাম্পেইন’-এর সভাপতি ড. মুরাদ আহমেদ ফারুক, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জসিম উদ্দিন খান, ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক মো. আবদুর রশিদ, জার্মপ্লাজন সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মো. আবদুর রহিম, হাওর ও চর উন্নয়ন গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. আবদুর রহমান সরকারসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা ।