তিস্তা চুক্তি হলেই ভারতের সঙ্গে সম্পর্ক গভীর হবে : ইনু

তিস্তার পানি বণ্টন চুক্তি স্বাক্ষরিত হলেই কেবল ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক গভীরতর হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, ‘পানি সমস্যার ইতিবাচক সমাধান সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে সদর দরজার সোনার চাবি।’
আজ মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সাফল্য শীর্ষক পর্যালোচনামূলক সেমিনারে তথ্যমন্ত্রী এ কথা বলেন।
হাসানুল হক ইনু বলেন, ‘ভারতীয় কর্তৃপক্ষ এবং মোদি সাহেবের আন্তরিকতার প্রতি পূর্ণ আস্থা আছে। আমি মনে করি বাংলাদেশ ও ভারতের সব সমস্যার সমাধান করতে পারব। কিন্তু পানি হচ্ছে আমাদের প্রাণ এবং জীবন। এটা আপনাদেরও (ভারত) প্রাণ। সুতরাং পানি সমস্যার ইতিবাচক সমাধান সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে সদর দরজার সোনার চাবি। এ সোনার চাবি একটা একটা করে খুলতে হবে। তবে কেবল বাংলাদেশ ও ভারতের সম্পর্ক গভীর থেকে গভীরতর হবে।’
হাসানুল হক ইনু বলেন, ‘দুই দেশের সরকারপ্রধান তিস্তা চুক্তির বিষয়ে নীতিগতভাবে সম্মতি জানিয়েছেন, কাজেই এখন শুধু কাগজে কলমে চুক্তি হওয়াই বাকি।’
অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেন, ‘যোগাযোগ, অবকাঠামো, বিদ্যুৎ, বাণিজ্য বিষয়ে দুই দেশের সহযোগিতা বৃদ্ধি পেয়েছে।’ তিনি জানান, আগামী আগস্ট থেকে মৈত্রী এক্সপ্রেসের যাত্রীদের সীমান্তে ‘ইমিগ্রেশন চেকিং’ হবে না। এতে ঢাকা থেকে কলকাতায় মাত্র ছয় ঘণ্টায় যাতায়াত করা যাবে। এ ছাড়াও বিদ্যুৎ ও জ্বালানিতে দুই দেশের সহযোগিতার কথা তুলে ধরেন তিনি।