বিএনপিকে দিয়ে গণতান্ত্রিক সংস্কার সম্ভব না : তথ্যমন্ত্রী

বিএনপিকে দিয়ে বাংলাদেশে কোনো গণতান্ত্রিক বা অর্থনৈতিক সংস্কার সম্ভব না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
জাতীয় সমাজতান্ত্রিক দলের একাংশের সভাপতি বলেন, ‘বিএনপির ভিশন ২০৩০’-এ কী লেখা আছে, আর কী নেই, সেটা বড় কথা নয়। জঙ্গি-সন্ত্রাসীদের প্রধান পৃষ্ঠপোষক, সশস্ত্র জামায়াতের প্রধান মিত্র, যুদ্ধাপরাধের প্রধান পৃষ্ঠপোষক এবং মিত্র, তাদের কাছ থেকে কোনো গণতান্ত্রিক সংস্কার বা অর্থনৈতিক সংস্কার সম্ভব নয়।’
আজ শনিবার সকাল ১০টায় কুষ্টিয়া সার্কিট হাউসে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তথ্যমন্ত্রী। এ সময় জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, সাংগঠনিক সম্পাদক আবদুল আলীম স্বপন, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে মন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয়।
তথ্যমন্ত্রী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সমালোচনা করে বলেন, ‘গণতন্ত্র সম্পর্কে এখন ভূমিকা রাখার মতো খালেদা জিয়ার কোনো নৈতিক অবস্থান নেই। তিনি অতীতেও সাম্প্রদায়িকতার চর্চা করেছেন, জঙ্গিবাদের লালন করেছেন এবং তাঁর পরিবারের দুই পুত্রকে দিয়ে উনি দুর্নীতিকে একটা শিল্পে পরিণত করেছেন।’
হাসানুল হক আরো বলেন, ‘সশস্ত্র জামায়াত সম্পর্কে সুকৌশলে নীরবতার মধ্যে দিয়ে খালেদা জিয়া কার্যত ওদের সঙ্গে জোট বেঁধে রাজনীতি করার ব্যাপারটা এখনো অব্যাহত রেখেছেন।’