আকিজ টেক্সটাইল কারখানার দূষণের বিরুদ্ধে মানববন্ধন

ঢাকা-আরিচা মহাসড়কসংলগ্ন মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর এলাকার আকিজ টেক্সটাইল কারখানার বিষাক্ত বর্জ্যে মারাত্মকভাবে দূষিত হচ্ছে পরিবেশ। এই বর্জ্য ফেলার প্রতিবাদে আজ বৃহস্পতিবার বিকেলে মানববন্ধন করেছে এলাকাবাসী।
সদর উপজেলার জাগীর ইউনিয়নের মেঘ শিমুল এলাকায় ক্ষতিগ্রস্ত এলাকাবাসী ও ধলেশ্বরী নদী বাঁচাও কমিটি চার দফা দাবিতে এই মানববন্ধনের আয়োজন করে। পরে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপিও পেশ করা হয়।
মানববন্ধনে জেলা কৃষক সমিতির সভাপতি আবদুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিহির বিশ্বাস। অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সদস্য ও কৃষক সমিতির কেন্দ্রীয় সহসভাপতি আজাহারুল ইসলাম আরজু, মানিকগঞ্জ জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি পরিবেশবিদ অ্যাডভোকেট দীপক কুমার ঘোষ, কমরেড মজিবর রহমান মাস্টার, জাগীর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান সি এম আবদুল খালেক, কৃষক সমিতির মানিকগঞ্জ জেলার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক আরশেদ মাস্টার।বক্তারা বলেন, জাগীর এলাকায় স্থাপিত আকিজ টেক্সটাইলের বর্জ্যের কারণে পুরো এলাকার পরিবেশ এখন দূষিত হয়েছে। টেক্সটাইল বর্জ্যের কারণে এলাকায় ফসল উৎপাদন সম্ভব হচ্ছে না। বিশেষ করে বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। অধিকাংশ টিউবঅয়েলের পানি দুর্গন্ধের কারণে খাবার অনুপযোগী হয়ে পড়েছে।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে এলাকাবাসীর পক্ষ থেকে গণস্বাক্ষর করা একটি স্মারকলিপি দেওয়া হয়।
এ ব্যাপারে আকিজ টেক্সটাইলের ব্যবস্থাপক হুমায়ুন কবীরের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি কাজের ব্যস্ততা দেখিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
আকিজ টেক্সটাইলের আশপাশের জমিতে কারখানার বর্জ্য মিশ্রিত পানি ঢুকে পড়ায় ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে বলে দাবি করেছেন কৃষকরা। তাঁরা জানান, গত বছর থেকেই কারখানার বিষাক্ত বর্জ্য মিশ্রিত পানি ফেলা হচ্ছে। পানি পাশের কয়েকটি পুকুরে ঢুকে পড়লে মাছ মরে ভেসে ওঠে। প্রায় ১০০ বিঘা জমিতে এই পানি ঢুকে পড়ে।
এতে আবাদি বিভিন্ন সবজি, পাকা সরিষা, ভুট্টা ও ধানক্ষেতের ক্ষতি হয়। এ ছাড়া, পুরো এলাকায় এই বিষাক্ত বর্জ্যের প্রচণ্ড দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে।