জঙ্গিদের আস্তানা খুঁজে বেড়াচ্ছি : আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, স্বচ্ছতা নিয়ে পুলিশ জঙ্গি ও সন্ত্রাসবাদ দমন করে যাচ্ছে। জঙ্গিদের আস্তানার খোঁজখবর নেওয়া হচ্ছে। জঙ্গি আস্তানার খবর পাওয়া মাত্রই অভিযান চালানো হচ্ছে।
আজ শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনসে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনকালে আইজিপি এই মন্তব্য করেন। পরে তিনি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
এর আগে আইজিপি মহিলা পুলিশ ব্যারাকের উদ্বোধন করেন। ওই সময় উপস্থিত ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী মিসেস শামসুন্নাহার রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক (অপারেশন) উপমহাপরিদর্শক (ডিআইজি) সৈয়দ তৌফিক উদ্দিন আহমেদ, ডিআইজি (ক্রাইম) হুমায়ুন কবীর, জেলা প্রশাসক (ডিসি) রেজওয়ানুর রহমান, মুখ্য বিচারিক হাকিম মনির কামাল, পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান, ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (র্যাব) অধিনায়ক কর্নেল শাহ আলী প্রমুখ।
আইজিপি বলেন, ‘আমরা শতভাগ সতর্ক নিয়া জঙ্গি, সন্ত্রাসী এগুলো দমন করে যাচ্ছি। আমরা জঙ্গিদের আস্তানা খুঁজে বেড়াচ্ছি। জঙ্গিদের হান্টিং করার (ধরা) চেষ্টা করছি। যেখানেই আমরা আস্তানা পাই, সেখানেই আমরা অভিযান চালাই। তো আমাদের এই জঙ্গি দমনের অভিযান অব্যাহত থাকবে।’
‘আমরা জনগণকে সম্পৃক্ত করতে চাচ্ছি। সকল পেশার, লোকের, সকল স্থানের জনগণ যাতে আমাদেরকে সহায়তা করে।’