চুয়াডাঙ্গায় মাদক ও বাল্যবিবাহবিরোধী শপথ অনুষ্ঠিত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার লোকনাথপুর সহশিক্ষা মাধ্যমিক বিদ্যালয়ের ৭০০ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক মাদক ও বাল্যবিবাহবিরোধী শপথ নিয়েছেন।
আজ শনিবার দুপুরে বিদ্যালয় মাঠে এই শপথ নেওয়া হয়।
স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ চুয়াডাঙ্গা জেলা শাখা এই সভার আয়োজন করে।
নূর আলম লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ভাষাসৈনিক জসিম উদ্দীন আহমেদ। জেলা পরিষদের চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন খোকন উদ্বোধক এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. কলিমুল্লাহ অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য দেন।
অন্যদের মধ্যে চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র ওবায়দুর রহমান চৌধুরী, দামুড়হুদা মডেল থানার পরিদর্শক (তদন্ত) ইমদাদুল হক, হাউলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিন্টু শাহ, লোকনাথপুর সহশিক্ষা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানিজ ফাতেমা ও লাল সবুজ সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি কাওসার আলম সোহেল বক্তব্য দেন।
প্রধান অতিথি বলেন, ‘মাদক ও বাল্যবিবাহ আমাদের দেশের উন্নয়নে প্রধান অন্তরায়। সম্মিলিতভাবে মাদক ও বাল্যবিবাহের বিরুদ্ধে আমাদের কাজ করতে হবে।’