সংসদ অধিবেশন শুরু, চলবে ৯ মে পর্যন্ত

দশম জাতীয় সংসদের ১৫তম অধিবেশন আজ মঙ্গলবার বিকেল ৫টা ৫ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয়েছে। এই অধিবেশন আগামী ৯ মে পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংসদ কার্য-উপদেষ্টা কমিটির সভায় আজ এ সিদ্ধান্ত নেওয়া হয়। সংসদ ভবনে কমিটির সভাপতি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় অংশ নেন।
এ ছাড়া কমিটির সদস্য সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, হুসেইন মুহম্মদ এরশাদ, আমির হোসেন আমু, শেখ ফজলুল করিম সেলিম, মো. ফজলে রাব্বী মিয়া, রাশেদ খান মেনন, আ স ম ফিরোজ, মইন উদ্দীন খান বাদল ও আনিসুল হক সভায় উপস্থিত ছিলেন।
সভায় প্রতিদিন বিকেল ৫টায় অধিবেশন শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়। তবে প্রয়োজনে এ সময়সীমা স্পিকার বাড়াতে বা কমাতে পারবেন।
জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. মো. আবদুর রব হাওলাদার ও সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলীর মনোনয়ন : ১৫তম অধিবেশনের জন্য পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী মনোনয়ন দেওয়া হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আজ অধিবেশনের শুরুতে এ মনোনয়ন দেন।
সভাপতিমণ্ডলীর সদস্যরা হচ্ছেন মো. তাজুল ইসলাম, তালুকদার মো. ইউনুস, মো. নজরুল ইসলাম চৌধুরী, ফখরুল ইমাম ও সপুরা বেগম। তাঁরা স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে তালিকার অগ্রবর্তিতা অনুযায়ী বৈঠকে সভাপতিত্ব করবেন।