মানিকগঞ্জে পুলিশের অভিযানে আটক ৮১

মানিকগঞ্জের বিভিন্ন স্থান থেকে ৮১ জনকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে অস্ত্র ও মাদক উদ্ধারের দাবি করেছে পুলিশ। ছবি : এনটিভি
মানিকগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৮১ জনকে আটক করেছে পুলিশ।
আজ মঙ্গলবার দুপুরে জেলার পুলিশ সুপার (এসপি) মাহফুজুর রহমান এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন।
পুলিশের ভাষ্য, আটক ব্যক্তিদের কাছ থেকে একটি গুলিসহ কাঠের বাঁটযুক্ত বিদেশি পিস্তল, সোনার চারটি বার (প্রতিটির ওজন ১০ ভরি), সাত কেজি ৫১৫ গ্রাম গাঁজা, ২৯৯টি ইয়াবা ট্যাবলেট, ২০ পুরিয়া হেরোইন ও ৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২৬ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত সময়ে ৭৯ জনকে আটক করে মানিকগঞ্জের বিভিন্ন থানার পুলিশ। আর পয়লা মে জেলার হরিরামপুর থানা এলাকা থেকে দুই যুবককে আটক করা হয়।