ভুট্টাক্ষেতে ঋণগ্রস্ত কৃষকের লাশ

মানিকগঞ্জের ঘিওর উপজেলার চর বাইলজুরী গ্রামে নিজ বাড়ির পাশের ভুট্টাক্ষেত থেকে আজ বুধবার সকালে খলিল উদ্দিন (৩৫) নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের মৃত সোহরাব উদ্দিনের ছেলে এবং দুই ছেলের বাবা।
খলিল ঋণ নিয়ে স্ত্রীকে বিদেশে পাঠাতে গিয়ে প্রতারণার শিকার হন। এ কারণে কীটনাশক পানে আত্মহত্যা করতে পারেন বলে জানিয়েছেন ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলম।
নিহতের স্বজন ও স্থানীয় লোকজন জানান, খলিল কৃষি কাজ করে সংসার চালাতেন। অভাব-অনটনের সংসারে তাঁর দুই ছেলেই প্রতিবন্ধী। এ অবস্থার মধ্যে তাঁর স্ত্রী সুফিয়া বেগম (৩০) সৌদি আরবে যাওয়ার সিদ্ধান্ত নেন। প্রতিবেশী ও আত্মীয়-স্বজনদের কাছ থেকে তাঁরা টাকাপয়সা ধার-দেনা করে বিদেশে যাওয়ার জন্য এক দালালের খপ্পরে পড়েন। কিছু দিন আগে ওই দালাল তাঁদের ৭০ হাজার টাকা আত্মসাৎ করে লাপাত্তা হন। পাওনাদাররা তা জেনে টাকার জন্য তাঁদের চাপ দেন। এতে খলিল হতাশ হয়ে পড়েন। গতকাল মঙ্গলবার রাতে তিনি বাড়ি ফিরে না আসায় স্বজনরা খোঁজাখুঁজি করতে থাকেন। আজ সকালে বাড়ির পাশের ভুট্টাক্ষেতে স্থানীয় লোকজন খলিলের লাশ দেখে পুলিশে খবর দেয়। ১০টার দিকে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলম জানান, সুরতহাল প্রতিবেদনে লাশের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশের আশপাশে কীটনাশক পান করার আলামত পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য লাশ মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদনে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। তবে এ ঘটনায় আপাতত থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে বলেও জানান ওসি।