বিএনপি ১৪ সালের ভুল করবে না : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ২০১৪ সালে জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি যে ভুল করেছে, ভবিষ্যতে একই ভুল দলটি আর করবে না।
আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়সংলগ্ন দোয়েল চত্বরে শেরেবাংলা এ কে ফজলুল হকের ৫৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর কবরে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন ওবায়দুল কাদের।
শেরেবাংলার সমাধিতে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল। এ সময় ওবায়দুল কাদের বলেন, বিএনপির বর্তমান অবস্থা থেকে উত্তরণে অবশ্যই আগামী নির্বাচনে দলটি স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবে।
ওবায়দুল কাদের বলেন, তাঁদের (বিএনপি) ডাকে জনগণ সাড়া দেয় না। এর অর্থ হচ্ছে জনগণ তাঁদের এসব কর্মসূচিকে বিশ্বাস করে না। তাঁদের আন্দোলনের ডাক জনগণ আষাঢ়ের তর্জন গর্জন হিসেবেই জানে।
আওয়ামী লীগ নেতা বলেন, বিএনপিকে নির্বাচনে আসতে হবে। নির্বাচনের না এলে তাঁদের দলীয় নিবন্ধন বাতিল হওয়ার ঝুঁকি আছে। পাশাপাশি রাজনৈতিক দল হিসেবে তাঁদের যে ক্ষয়িষ্ণু অবস্থা, সেই অবস্থার অবসান ঘটাতে হলে নির্বাচনে আসতে হবে।