স্বেচ্ছাশ্রমে পরিষ্কার হলো চুয়াডাঙ্গা সদর হাসপাতাল

স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পরিচ্ছন্ন করা হয়েছে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল। আজ বুধবার ওই চিকিৎসা ব্যবস্থাপনা কমিউনিটি সাপোর্ট কমিটি’ চুয়াডাঙ্গা শাখার উদ্যোগে ওই পরিচ্ছন্নতার কাজ করা হয়। এ সময় অন্তবিভাগ, বহির্বিভাগ, জরুরি বিভাগসহ হাসপাতাল চত্বরে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়।
‘চিকিৎসা ব্যবস্থাপনা কমিউনিটি সাপোর্ট কমিটি’ চুয়াডাঙ্গা জেলা শাখার চেয়ারপারসন ও পৌরসভার মেয়র ওবায়দুর রহমান চৌধুরীর নেতৃত্বে পৌর কর্মচারী এবং জেলার সিভিল সার্জন রওশন আরার নেতৃত্বে সদর হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্য বিভাগীয় কর্মকর্তা-কর্মচারীরা দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় অর্ধশত শিক্ষার্থী স্বেচ্ছাসেবক এই কাজে সহায়তা করে।
পরিচ্ছন্নতা অভিযান প্রসঙ্গে পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী বলেন, ‘আমরা যে যত বড় মাপের মানুষ হই না কেন, মুমূর্ষু অবস্থায় এই হাসপাতালে এসে স্বস্তি পাই। তাই হাসপাতালের স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। পরে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর এ কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। তিনি হাসপাতালে তিনজন পরিচ্ছন্নতা কর্মীর নিয়োগ দেওয়ার ঘোষণা দেন। এসব কর্মীর বেতন-ভাতা তাঁর ব্যক্তিগত তহবিল থেকে দেওয়া হবে বলেও তিনি জানান।
সিভিল সার্জন রওশন আরা বলেন, ‘জেলা পর্যায়ে মান সম্মত চিকিৎসা কার্যক্রম পরিচালনার উন্নয়ন ও কর্তৃপক্ষকে সহায়তায় স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সংশ্লিষ্টতা বৃদ্ধি এবং হাসপাতাল পরিচালনায় আর্থিক ও অন্যান্য বাধা দূরীকরণে সারাদেশের ১০টি হাসপাতালে এই কমিটি কাজ করছে।’