ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের আরোহী নিহত

চুয়াডাঙ্গা শহরের বড়বাজার প্রধান পোস্ট অফিসের সামনে ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাপ্পী হোসেন (২০) নামের মোটরসাইকেলের আরোহী এক যুবক নিহত হয়েছেন।
আজ রোববার বিকেল ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত বাপ্পী চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলতদিয়ার গ্রামের দক্ষিণপাড়ার বাদল হোসেনের ছেলে। তিনি মুদি দোকানদার ছিলেন।
দুর্ঘটনাস্থলের কাছে থাকা পথচারী চুয়াডাঙ্গা শহরের শ্মশানপাড়ার ফাহিমা খাতুন জানান, বড় বাজার শহীদ হাসান চত্বর থেকে ভুট্টাবাহী একটি ট্রাক রেলবাজারের দিকে যাচ্ছিল। ট্রাকটি পোস্ট অফিসের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাপ্পী গুরুতর আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আহত বাপ্পীকে মুমুর্ষু অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক সোনিয়া আহমেদ তাঁকে মৃত ঘোষণা করেন।
সোনিয়া জানান, বুকে ও মাথায় গুরুতর আঘাতের কারণে তরুণটি মারা যায়।
চুয়াডাঙ্গার সদর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোহাম্মদ জানান, এ ঘটনায় ট্রাকের চালক ও চালকের সহকারী পালিয়ে গেছে। ট্রাকটিকে জব্দ করা হয়েছে।
গোলাম মোহাম্মদ আরো জানান, যুবকের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।