মানবতাবিরোধী অপরাধ : পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি আক্রাম হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ রোববার রাত ৮টার দিকে ময়মনসিংহ শহরের গোহাইলকান্দি নামাপাড়া এলাকার ভাড়া বাসা থেকে আক্রামকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আক্রামের বাড়ি শেরপুর জেলার নকলা উপজেলার বিরিরচর গ্রামে। তাঁর বাবা প্রয়াত আজিজুর রহমান। তিনি আইনজীবী হিসেবে কর্মরত।
খোঁজ নিয়ে জানা যায়, ২০১৪ সালের জানুয়ারি পর্যন্ত আক্রাম হোসেন ময়মনসিংহের টিঅ্যান্ডটি হিসেবে টেলিফোন অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। ওই মাসেই তিনি অবসর নেন। চলতি বছরের ১৭ মার্চ পর্যন্ত শেরপুরের নকলার বিরিরচর ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির সদস্য হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। দেশ ছাড়ার আভাস পেয়ে ১৯ এপ্রিল থেকে ময়মনসিংহে তাঁর ভাড়া বাড়িতে নজরদারি বাড়ায় আইনশৃঙ্খলা বাহিনী। আজ তাঁকে গ্রেপ্তার করা হয় । গ্রেপ্তারের পর তাঁকে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় রাখা হযেছে ।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার সেকেন্ড অফিসার মুশফিকুর রহমান এসব তথ্য জানিয়েছেন।