ময়মনসিংহে ১৬টি মডেল ফার্মেসির উদ্বোধন

সরকারের ‘বাংলাদেশ ফার্মেসি মডেল ইনিশিয়েটিভ’ পাইলট প্রকল্পের আওতায় দুটি ক্যাটাগরিতে ময়মনসিংহ শহরে ১৬টি ফার্মেসির উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রনালয়ের অধীন বাংলাদেশ ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মো. মোস্তাফিজুর রহমান আনুষ্ঠানিকভাবে ফার্মেসিগুলোর উদ্বোধন করেন।
ক্যাটাগরি অনুযায়ী চরপাড়ায় লেবেল ১-এর আওতায় মডেল ফামেসির মর্যাদায় ‘নিপন ফার্মেসি’ ও বাকি পাঁচটি মডেল মেডিসিন শপের উদ্বোধন করেন ডিজি। পরে শহরের অন্য ফার্মেসিগুলোর উদ্বোধন করা হয়।
এই প্রকল্পের আওতায় শহরের চরপাড়া মোড়, দুর্গাবাড়ি সড়ক ও স্বদেশ হাসপাতাল ফার্মেসিসহ ১৬টি ফার্মেসি রয়েছে।
এ সময় দেশের বিভিন্ন জেলার ওষুধ প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় চরপাড়া ওষুধ ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আলমগীর হোসেন ঈশা, সহসভাপতি মো. সালাহ উদ্দিন ফরহাদসহ নেতারা উপস্থিত ছিলেন।