৩০০ টাকার জন্য শ্রমিককে ছুরি মেরে খুন

ময়মনসিংহে সদর উপজেলায় ৩০০ টাকার জন্য ছুরি মেরে খুন করা হয়েছে মনিরুল ইসলাম (২৫) নামে এক ইটভাটা শ্রমিককে। এ সময় আহত হয়েছেন রফিকুল ইসলাম নামে আরেক শ্রমিক।
গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার বিদ্যাগঞ্জ এলাকার পুটিয়ালি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মনিরুল ওই গ্রামের নজরুল ইসলামের ছেলে। আহত রফিকুলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে ।
মনিরুলের বাবা নজরুল ইসলামের বরাত দিয়ে পুলিশ জানায়, পার্শ্ববর্তী ওলিপুর গ্রামের সোহরাব আলির ছেলে হাবিবুর রহমান তাঁর ছেলেকে ছুরি মেরে হত্যা করেছে।
মনিরুল, সোহরাব ও হাবিবুর একই এলাকার একটি ইটভাটায় ৩০০ টাকা মজুরিতে শ্রমিকের কাজ করতেন। কয়েকদিন আগে সোহরাব কাজ না করেই মনিরুলের কাছে বেতন দাবি করে।
মঙ্গলবার রাতে চাপের মুখে মনিরুলকে টাকা দিতে বাধ্য করে সোহরাব। এ নিয়ে হাবিবুরের সঙ্গে মনিরুলের কথাকাটির হয়। এর একপর্যায়ে হাবিবুর ধারালো ছুরি নিয়ে মনিরুলের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই মনিরুল নিহত হন বলে জানান কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম।
ওসি আরো বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।