অবৈধ সম্পদ অর্জন, সরকারি কর্মকর্তা গ্রেপ্তার

ময়মনসিংহের ভালুকা উপজেলা থেকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের নিরীক্ষা ও হিসাবরক্ষণ কর্মকর্তা দুলাল উদ্দিনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদক ময়মনসিংহের সহকারী পরিচালক এ কে এম বজলুর রশিদ এই খবর নিশ্চিত করেছেন।
গতকাল সোমবার রাত ১টায় ময়মংসিংহে নিজ বাড়ি থেকে দুলালকে গ্রেপ্তার করে দুদকের বিশেষ দল। তাঁর বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ প্রমাণিত হয়েছে বলে জানিয়েছে দুদক।
দুলাল এর আগে ময়মনসিংহ জেলা হিসাব রক্ষণ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি গফরগাঁও উপজেলার দিঘা গ্রামে।
বজলুর রশিদ জানান, চারটি ব্যাংক হিসাবে জ্ঞাত আয় বহির্ভুত এক কোটি সাত লাখ টাকার সম্পদ থাকার অভিযোগে দুলালকে গ্রেপ্তার করা হয়েছে। দুদকের কাছে ২০১৫ সালের ২১ অক্টোবর দাখিল করা সম্পদ বিবরণীতে প্রায় ৬৮ লাখ ৪৬ হাজার ১৭৯ টাকা মূল্যের সম্পদের হিসাব গোপন করেন তিনি। এর জের ধরে গত ৩১ জানুয়ারি দুলালের নামে দুদকের সংশ্লিষ্ট আইনে ময়মনসিংহের কোতোয়ালি থানায় একটি মামলা করা হয়।
মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৫ সালের ২১ অক্টোবর দুলাল, তাঁর স্ত্রী এবং নির্ভরশীল ব্যক্তিদের সম্পদের হিসাব দাখিল করতে বলে দুদক। দুলাল চলতি বছরের ১০ ফেব্রুয়ারি দুদকের সচিব, দুদকের প্রধান কার্যালয়সহ বিভিন্ন দপ্তরে সম্পদের বিবরণী দাখিল করেন। ওই বিবরণীতে তিনি ভালুকার হবিরবাড়ি এলাকায় সাত শতক জমির ওপর ৫৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত তিনতলা বাড়ি ও চারটি ব্যাংক হিসাবে ১৩ লাখ ৪৬ হাজার ১৭৯ টাকার তথ্য গোপন করেন। এতে তিনি ৭৮ লাখ ৮১ হাজার ৫২ টাকার তথ্য গোপনের অপরাধ করেছেন।