আতিয়া মহল নিরাপদ ঘোষণা করল র্যাব

সাতদিন অভিযান শেষে সিলেটের শিববাড়ির জঙ্গি আস্তানা আতিয়া মহলকে নিরাপদ ঘোষণা করে পুলিশের কাছে হস্তান্তর করেছে র্যাব।
আজ সোমবার বিকেল ৫টায় আতিয়া মহলের পাশে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে র্যাব ৯-এর অধিনায়ক আলী হায়দার আজাদ এ কথা জানান।
আলী হায়দার আজাদ বলেন, গত ৩ এপ্রিল র্যাব-৯ আতিয়া মহল ক্লিন নামে অপারেশন শুরু করে। অপারেশনের প্রথম দিন সেনাবাহিনীর অপারেশন টোয়াইলাইটে নিহত চার জঙ্গির মধ্যে ভেতরে থাকা দুই জঙ্গির লাশ উদ্ধার করে। পরে ভবনের ভেতরে থাকা নয়টি শক্তিশালী বিস্ফোরক উদ্ধার শেষে নিষ্ক্রিয় করে র্যাব।
র্যাবের অধিনায়ক জানান, অপারেশনে তাঁরা ভবনের ভেতরে থাকা ভস্মীভূত মোটরসাইকেল, পিই সদৃশ বিস্ফোরক, বিপুল পরিমাণ ইলেকট্রিক সার্কিট ও রাসায়নিক দ্রব্যাদি, ল্যাবরেটরি দ্রব্যাদি ও বোমা তৈরির বিবিধ উপকরণ উদ্ধার করেন।
সেনাবাহিনী বলেছিল ভেতর থেকে জঙ্গিরা ছোট অস্ত্র দিয়ে গুলি ছুড়ছে, সেসব অস্ত্র পেয়েছেন কি না সাংবাদিকদের এমন প্রশ্নে র্যাব কর্মকর্তা বলেন, ‘ভবনের পাঁচতলায় ৩০টি ফ্ল্যাট আমরা অভিযানের মাধ্যমে নিরাপদ করেছি। এ সময় এ ধরনের কোনো অস্ত্র আমরা পাইনি।’
র্যাবের অধিনায়ক বলেন, আতিয়া মহল ভবনটি কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং নিয়মকানুন মেনে তৈরি করা হয়নি। টাকার লোভ থেকে ভবনটি নির্মাণ করা হয়েছে। যথাযথ যাতায়াতব্যবস্থা না থাকা ও ঘিঞ্জি পরিবেশের কারণে সেনাবাহিনী, পুলিশ ও র্যাব অভিযান চালাতে গিয়ে হিমশিম খেয়েছে।
এ ছাড়া আতিয়া মহলের অভিযান আইনশৃঙ্খলা বাহিনীর অভিজ্ঞতা বাড়িয়েছে উল্লেখ করে আলী হায়দার আজাদ বলেন, যার ফলে মৌলভীবাজারের দুটি জঙ্গি আস্তানা সহজেই শেষ করা সম্ভব হয়েছে। আগামীতেও এ ধরনের অভিযান আইনশৃঙ্খলা বাহিনী দ্রুততার সঙ্গে শেষ করতে পারবে।
সবশেষে র্যাব কর্মকর্তা অভিযানে সহযোগিতার জন্য স্থানীয়দের ধন্যবাদ জানান এবং সংবাদমাধ্যমকে জঙ্গিবিরোধী সচেতনতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।
গত ২৩ মার্চ বৃহস্পতিবার দিবাগত রাতে সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় জঙ্গি আস্তানার বিষয়টি টের পেয়ে আতিয়া মহলের চারদিকে অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনী। পরে ২৫ মার্চ শনিবার সকাল থেকে সেনাবাহিনীর প্যারাকমান্ডোদের ‘অপারেশন টোয়াইলাইট’ পরিচালিত হয়। সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আনোয়ারুল মোমেন এর নেতৃত্ব দেন। অভিযানের শুরুতে উদ্ধার করা হয় ওই ভবনে অবরুদ্ধ থাকা ৭৮ জনকে। ওই দিন রাতে আতিয়া মহলের অদূরে এক ঘণ্টার ব্যবধানে দুটি বোমা বিস্ফোরণের ঘটনায় র্যাব ও পুলিশ কর্মকর্তাসহ সাতজন নিহত এবং অর্ধশত ব্যক্তি আহত হন। ২৮ মার্চ সন্ধ্যায় শেষ হয় ‘অপারেশন টোয়াইলাইট’। অভিযানে নিহত হয় চার জঙ্গি।