অপারেশন ম্যাক্সিমাস শেষ, নারীসহ ৩ জঙ্গি নিহত

মৌলভীবাজার শহরের বড়হাটে চারদিন ধরে ঘিরে রাখা জঙ্গি আস্তানার নিয়ন্ত্রণ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ অস্ত্র ও কৌশল ইউনিট (সোয়াট)। ওই আস্তানায় পরিচালিত ‘অপারেশন ম্যাক্সিমাসে’ নারীসহ তিন জঙ্গি নিহত হয়েছেন বলে জানিয়েছেন পুলিশের পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।
আজ শনিবার দুপুর সোয়া ১২টায় বড়হাটে অভিযান শেষে ঘটনাস্থলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন মনিরুল ইসলাম। এ সময় তিনি জানান, বড়হাটে নিহতদের মধ্যে একজন নারী। এ ছাড়া নিহত জঙ্গিদের মধ্যে একজন সিলেটের আতিয়া মহলের পাশে বোমা বিস্ফোরণ ঘটিয়ে মৌলভীবাজারে চলে আসে বলেও জানিয়েছেন তিনি।
মনিরুল ইসলাম জানান, শনিবার সকাল সাড়ে ১১টায় জঙ্গি আস্তানায় সোয়াটের অভিযান শেষ হয়। সকাল ১১টায় ড্রোন ক্যামেরা উড়িয়ে আস্তানার ভেতর ও বাইরে পর্যবেক্ষণ করে সোয়াট দল। এরপর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ও সোয়াট বাহিনীর সদস্যরা ভবনের ভেতরে এবং ছাদে অবস্থান নেন।
এর আগে আজ শনিবার সকাল ৯টায় মৌলভীবাজার শহরের বড়হাটে চারদিন ধরে ঘিরে রাখা জঙ্গি আস্তানার নিয়ন্ত্রণ নিতে দ্বিতীয় দিনের মতো অভিযান ‘অপারেশন ম্যাক্সিমাস’ শুরু করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ অস্ত্র ও কৌশল ইউনিট (সোয়াট)।
অভিযান শুরু পর থেকেই মুহুর্মুহু গুলি ও বোমা বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। এদিকে, চতুর্থ দিনের মতো জঙ্গি আস্তানার আশপাশে বলবৎ রয়েছে ১৪৪ ধারা। আতঙ্কে মানুষ ঘর থেকে বের হতে পারেনি।
গতকাল শুক্রবার রাত ৯টার দিকে সোয়াট বড়হাটে ঘিরে রাখা জঙ্গি আস্তানায় অভিযান চালায়। সেই সময় তিন তলাবিশিষ্ট বাড়িটিতে আগুনের শিখা দেখা যায়।
শুক্রবার সকালে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম জানান, মৌলভীবাজার শহরের বড়হাট এলাকার ‘জঙ্গি আস্তানা’য় একাধিক ব্যক্তি রয়েছে। মনিরুল দাবি করেন, আস্তানায় অনেক বিস্ফোরক এবং একাধিক লোকজনের অস্তিত্ব রয়েছে। বৈরি আবহাওয়ার কারণে গতকাল অভিযান স্থগিত করা হয়।
জঙ্গি আস্তানা সন্দেহে গত মঙ্গলবার দিবাগত রাত ২টা থেকে মৌলভীবাজার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বড়হাট এলাকায় একটি বাড়ি এবং শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে ফতেপুরের নাসিরপুর গ্রামের জঙ্গি আস্তানা ঘিরে রাখে পুলিশ। নাসিরপুরের জঙ্গি আস্তানা গত বৃহস্পতিবার বিকেলে সোয়াত দখলে নিলেও বড়হাটের আস্তানায় এখনো সোয়াট অভিযান চালিয়ে যাচ্ছে। জঙ্গি আস্তানা বাড়ি দুটির মালিক লন্ডন প্রবাসী সাইফুল ইসলাম।