নলছিটিতে বাসচাপায় শিক্ষার্থী নিহত, দুই সহপাঠী আহত

ঝালকাঠির নলছিটিতে বাসচাপায় হৃদয় (১৬) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে। এতে তার দুই সহপাঠী গুরুতর আহত হয়েছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের ভরতকাঠি এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার ভরতকাঠি গ্রামের হৃদয় (১৬) ও তার দুই বন্ধু রাব্বি (১৫) ও রনি (১৬) একটি ভ্যানগাড়ি নিয়ে গাছ আনতে বাড়ি থেকে দপদপিয়ার দিকে যাচ্ছিল। এ সময় ঢাকা থেকে বরগুনাগামী মেঘনা পরিবহনের যাত্রীবাহী একটি বাস ওই ভ্যানটিকে চাপা দেয়। এতে তিন বন্ধু গুরুতর আহত হয়। মুমূর্ষু অবস্থায় তাদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কিছু সময় পরেই হৃদয়ের মৃত্যু হয়। অপর দুজন মুমূর্ষু অবস্থায় ওই হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।
হৃদয়, রাব্বি ও রনি এ বছর (২০১৭) ভরতকাঠি মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়।
এ ঘটনার পরপরই এলাকাবাসী আধা ঘণ্টা ওই সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ বাসটিকে আটক করেছে।
নলছিটি থানার উপপরিদর্শক (এএসআই) মাইনুল হোসেন ঘটনাস্থল থেকে জানান, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ওই সড়কে যানবাহন যথারীতি চলছে।